হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ‘সাংবাদিকতা দিবস’ উপলক্ষে ইরানের কোম শহরে জামিয়া মোদার্রেসিন হাওজা ইলমিয়া কোমের প্রধান আয়াতুল্লাহ হুসাইনী বুশেহরীর উপস্থিতিতে হাওজা নিউজ এজেন্সির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হাওজা নিউজ এজেন্সিতে দায়িত্বশীল ইরানি ও প্রবাসী সাংবাদিকদের উদ্দেশ্য আয়াতুল্লাহ হুসাইনী বুশেহরী ইসলাম ও আহলে বাইত (আ.) এর মাযহাবের দৃষ্টিকোণ থেকে সংবাদ মাধ্যম ও সাংবাদিকতার গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, “সাংবাদিকতা কেবল মাত্র পেশা নয়, এটি রিসালাতের দায়িত্বও বটে। যদি যথাযথ উপমা দিতে চাই তবে এটি হচ্ছে রুহানিয়াত তথা দ্বীন প্রচারকের দায়িত্ব; একজন মোবাল্লিগের দায়িত্ব পেশা নয়, এটি আল্লাহর রিসালাত তথা তাঁর বাণী মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেয়ার দায়িত্ব।”
তিনি আরও বলেন, “যদি আপনারা এটিকে দ্বীন ও আহলে বাইতের (আ.) আদর্শ প্রচারের দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন, তবে তা ক্লান্তিহীন ও আনন্দদায়ক; আর যদি পেশা হিসেবে নিয়ে থাকেন, তবে প্রতিমুহূর্তে ঘড়ি দেখবেন যে কখন নির্দিষ্ট সময় শেষ হয়!”
তিনি আশুরার ঘটনার উদাহরণ টেনে বলেন, আশুরার ঘটনাও একটি খবর তথা সংবাদ ছিল, যদিও এটি একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা; যে সংবাদের মহত্ত্ব ও ব্যাপকতা এতই বেশি যে, আমরা আমাদের জীবনের প্রতিটি অংশে এখনও স্পর্শ করি ও অনুভব করি। সেই হৃদয়বিদারক ঘটনার সাংবাদিক/প্রতিবেদক (সর্বাত্ম অর্থে) ছিলেন আশুরার ঘটনায় বেঁচে যাওয়া হযরত জয়নব কুবরা (সা.আ.) ও ইমাম সাজ্জাদ (আ.)। হযরত জয়নব (সা.আ.) তাঁর খুতবার মাধ্যমে এবং ইমাম সাজ্জাদ (আ.) তাঁর দোয়া ও আহাজারির মাধ্যমে সেই ঐতিহাসিক ও হৃদয়বিদারক আশুরার খবর পৌঁছে দিয়েছিলেন যা আজও মানুষের হৃদয়ে প্রোজ্জ্বল!”
আয়াতুল্লাহ হোসেইনি বুশেহরী সাংবাদিকদের হাকিকত অনুসরণ ও বলার বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, “আমরা যদি একজন সাংবাদিকের বৈশিষ্ট্যের উপাদানগুলোকে কয়েকটি শব্দে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে তা হবে বিশ্বস্ততা, গতি ও নির্ভুলতা অন্যতম প্রধান উপাদান। যে খবরের উৎস সঠিকভাবে পায়নি এবং সেই বিষয়টির সত্যতা তাদের কাছে স্পষ্ট নয়, সে বিষয়টি সংবাদের ভাষায় অন্যদের কাছে প্রকাশ করবেন না, কারণ তা না হলে এটি আর সংবাদ হবে না, হবে গুজব।”
এ সময় তিনি হাওজা নিউজ এজেন্সির প্রশাসক ও সাংবাদিকদের সেবার ভূয়সী প্রশংসা করেন। পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
প্রতিবেদক: রাসেল আহমেদ